আজকাল আমাদের দুনিয়াটা খুব বেশি ডিজিটাল হয়ে যাচ্ছে। ঘরের কোনায় বসে শপিং থেকে শুরু করে আমরা আমাদের দৈনন্দিন কাজ গুলো অনলাইনে পূরণ করে থাকি। কারন মানুষ প্রতিদিনই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ডিজিটাল বানিয়ে নিয়েছে। আরে ডিজিটাল জিনিসটাকে মানুষ পছন্দ করে গ্রহণ করে নিচ্ছে। কারণ যুগ বদলেছে, এখন আর আগের দিনের মতো কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, আপনি ঘরে বসেই আপনার পছন্দের মুভি টিকেট অথবা বাস বা ট্রেনের টিকেট কাটতে পারেন। আজকাল আমরা আমাদের আর্থিক লেনদেন গুলোও অনলাইনেই করে থাকি। আগের দিনে কোন জায়গায় টাকা পাঠাতে হলে মানি অর্ডার করতে হত এবং টাকা পৌছাতে পৌছাতে দুই থেকে তিন দিন সময় লেগে যেত অথবা তার বেশিও সময় লাগতো। কিন্তু সবকিছু ডিজিটাল হওয়ার পর থেকে আমরা এই কষ্ট থেকে অনেকটাই মুক্তি পেয়েছি। আমাদের এখন আর মানি অর্ডার অথবা টেলিগ্রাম করতে হয় না টাকা পাঠানোর জন্য। ঘরে বসে দুই তিনটা ক্লিক করলেই এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা বেশ সহজেই এবং আরামে টাকা পাঠাতে পারি। মূলত ডিজিটাল মানে ট্রানস্ফারিং অ্যাপ এর কল্যাণে আমরা আজ এতটা সহজ ভাবে এবং বিশ্বস্ততার সাথে টাকা পাঠাতে পারি দেশের এক কোণা থেকে আরেক কোণায়।
জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি এমন একটি অ্যাপ এর প্রতিষ্ঠা করেছেন যেটির নাম উপায়। এই অ্যাপের মাধ্যমে আপনি কয়েকটা ক্লিক এর মধ্যেই বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় টাকা পাঠাতে পারবেন। জনাব আনিসুজ্জামান চৌধুরীর রনির এমন উদ্ভাবনী কর্মকাণ্ডের জন্য তিনি সত্যিই প্রশংসিত। তিনি নিজের উদ্ভাবনী ভাবনা দ্বারা বেশ কল্যাণকর একটি কাজ করেছেন। আসুন তার এই উদ্ভাবনী এবং ডিজিটাল অ্যাপটি নিয়ে কিছু কথা বলা যাক।
- উপায় হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অথবা UCB এর সহযোগী UCB Fintech Company Limited এর ডিজিটাল আর্থিক লেনদেনের একটি প্লাটফর্ম। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে লাইসেন্স পাওয়ার পর, উপায় upay প্লাটফরমটি নিজের যাত্রা শুরু করে 2021 সালে। বাংলাদেশের সকল পরিবারের মানুষের কথা ভেবেই বিভিন্নভাবে সহজ এবং সস্তা অফার জনগণকে দিয়ে আসছে এই অ্যাপটি। উপায় নামক এই অ্যাপটিতে পণ্য এবং পরিষেবাগুলির মধ্যে রয়েছে ই-কমার্স পেমেন্ট, ইনওয়ার্ড রেমিট্যান্স, মোবাইল লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, বেতন বিতরণ, এয়ারটাইম রিচার্জ, ইন-স্টোর এবং অন্যান্য মূল্য সংযোজন ডিজিটাল আর্থিক সেবা। বাংলাদেশের সকল পরিসরের মানুষই অথবা এই অ্যাপের সকল গ্রাহককেই খুব স্বল্প মূল্যের নিজেদের টাকা লেনদেন করতে পারেন। পুরো দেশ জুড়ে এজেন্ট এবং মার্চের নেটওয়ার্ক থাকায় বাংলাদেশের কোনায় কোনায় সকল পরিসরের মানুষ এ অ্যাপটির সেবা গ্রহণ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা মাথায় রেখে জনাব আনিসুজ্জামান চৌধুরী বাবু এরকম দুর্দান্ত একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের সকল নাগরিকদের জন্য। নিরবিচ্ছিন্ন এবং ঝামেলাহীন ডিজিটাল এই আর্থিক লেনদেনের অ্যাপটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরো উন্নত মানের সেবা দিয়ে যাবে বলে আশা করেন জনাব আনিসুজ্জামান চৌধুরি রনি।