পৃথিবীতে এমন অনেক মহান মানুষ আছেন যারা কখনোই ধনী-গরীব, জাত-পাত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি এসব নিয়ে কখনোই ভেদাভেদ করতেন না। তারা সবাই ছিলেন মানবধর্মে বিশ্বাসী। মানবধর্ম ই যেন ছিল তাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তাদের প্রধান উদ্দেশ্যই যেন ছিল মানুষের সেবা করা, সবাইকে সাহায্য করা, সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং খাটি মনে দেশ, সমাজ ও জাতির জন্য কিছু করা। তারা সাহায্য করার সময় ধনী-গরিব দেখতেন না। তারা কখনোই গরিবদের ছোট চোখে দেখতেন না তাই তাদেরকে মহান মনের অধিকারী বলা হয়। খাটি মন থেকে সেবা করেন জনাব আনিসুজ্জামান চৌধুরি রনি।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের উদাহরণ আজও সবার মুখে মুখে রটে যাচ্ছে। পোপ ফ্রান্সিস, মাদার তেরেসা, হেলেন কেল্লার, মহাত্মা গান্ধী জি, তেরেসে অব লিজিয়াক্স সহ আরো অনেক মহান মানুষ দুনিয়াতে শুধু শান্তি চেয়েছেন, সাহায্য করে সবার মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন তারা এবং তারা তাদের কাজে সক্ষম ও হয়েছিলেন। সৃষ্টির সেবা করা সব ধর্মেই রয়েছে। আপনি যদি কোন সৃষ্টি কে সাহায্য করেন বা যত্ন করেন তাহলে আপনার সৃষ্টিকর্তা আপনার উপর সন্তুষ্ট হবে। ধরুন আপনার প্রচুর ধন-সম্পদ রয়েছে তো এত ধন সম্পদ আপনি কি একাই উপভোগ করবেন? না, আপনি করতে পারবেন না কারণ আপনার এই ধন-সম্পদের উপর সমাজের গরিবদের ও যথেষ্ট অধিকার রয়েছে। তাই সৃষ্টিকর্তা যখন আপনাকে যথেষ্ট ধন-সম্পদ দিবেন তখন একান্ত দায়িত্ব ও কর্তব্য হয়ে ওঠে যে আপনিও সমাজে গরিব-দুঃখীদের দিকে ফিরে তাকাবেন, তাদেরকে খাটি মন থেকে সাহায্য করবেন।
- আমরা অনেক সময় শুনতে পাই বা দেখতে পাই যে বড় বড় বিত্ত ব্যক্তিগণ ডোনেশন করছেন, সাহায্য করছেন গরিবদের এবং চ্যারিটিও করছেন। কিন্তু আপনি কি বলতে পারবেন কয়জনই বা এই ডোনেশন অথবা চ্যারিটি মন থেকে করেছেন? তাই আপনি যখনই কাউকে সাহায্য করবেন তখন খাঁটি মন থেকে করতে হবে যেমনটা ছিলেন বাংলাদেশের প্রিয় ব্যক্তিত্ব জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি। তিনি যখনই কোনো কিছু করতেন, খাটি মন থেকে করতেন।
- করোনা মহামারীর সময় তিনি ছিলেন জনগণের পাশে। আমাদের সমাজে এমন অনেক হাসপাতাল আছে যেগুলো সরকারি সুবিধা থেকে এখনো বঞ্চিত। তারা নিজেদের পরিপক্ক ইকুইপমেন্টের জন্য সর্বদা সুস্থ চিকিৎসা দিতে পারেনা রোগীদের। এর ফলে একজন অসহায় রোগী হয়ে পড়ে সুবিধা থেকে বঞ্চিত। এই জন্য আমাদের সমাজে বসবাস করার মহান এক ব্যক্তিত্ব জনাব আনিসুজ্জামান চৌধুরী বাবু মহামারীর সময় বঞ্চিত হাসপাতাল গুলোর সাহায্যে এগিয়ে এসেছেন। তাছাড়া তিনি প্রতি বছর শীতের গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকেন। একজন মানুষের মন যদি বড় থাকে তাহলে তিনি বড় বড় কর্মকাণ্ড সম্পাদন করতে সক্ষম হবেন। কারণ কিপটে মনমানসিকতা নিয়ে কেউ কখনোই অন্যের সাহায্য করতে পারেনা। কাউকে সাহায্য করতে হলে আপনার মন এবং নিয়ত দুটোই থাকতে হবে সচ্ছ। আপনি যদি সমাজের যেকোন বিপদে কিছু না ভেবে এগিয়ে যান তাহলে সবাই এমনিতেই আপনাকে ভালোবাসবে কারণ তখন সবাই ভাববে যে আপনি কিছু করতে পারেন চাইনা পারেন কিন্তু নিজেকে এগিয়ে তো নিয়ে এসেছেন। আর এরকম কর্মকাণ্ড একজন বড় এবং মহান মনের মানুষ কি করতে পারে, যেমনটা করে থাকে আমাদের সমাজের বিশিষ্ট এক ব্যক্তি জনাব আনিসুজ্জামান চৌধুরী রনি।